ঢাকা: ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি। ফলে দীর্ঘ আট বছরের দায়িত্বের ইতি টানতে যাচ্ছেন তিনি।
ন্যাশনাল পার্টির এ নেতা বলেন, 'এটা আমার জন্য এযাবত কালের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। জানিনা ভবিষ্যতে আমি কী করবো'।
এরই মধ্যে ক্যাবিনেটকে তার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এ বিষয়ে জানাতে ওয়েলিংটনের স্থানীয় সময় সোমবার বেলা পৌনে একটায় সংবাদ সম্মেলনের ডেকেছেন তিনি।
১২ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং এরই মধ্যে জাতীয় নেতারা জরুরি বৈঠকে বসে নতুন নেতৃত্ব ঠিক করবেন।
জন কি বলেন, 'ডেপুটি প্রধানমন্ত্রী বিল ইংলিশকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়ে আমি ভোট দেব এবং তার নামই সুপারিশ করবো'।
বাংলাদেশ সময়: ০৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এসএইচ