ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাঠকের ভোটে টাইম’র বর্ষসেরা ব্যক্তিত্ব মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
পাঠকের ভোটে টাইম’র বর্ষসেরা ব্যক্তিত্ব মোদী নরেন্দ্র মোদী

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘টাইম’র পাঠকদের ভোটে ‘পারসন অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘টাইম’র পাঠকদের ভোটে ‘পারসন অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন ও উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জসহ বিশ্বের বাঘা বাঘা নেতৃত্বকে পেছনে ফেলে এ সম্মান লাভ করেছেন তিনি।

অনলাইনে পাঠকদের মধ্যে জরিপ চালিয়ে এ তথ্য জানায় টাইম। স্থানীয় সময় রোববার (৪ ডিসেম্বর) রাতে জরিপের ফল প্রকাশ হয়।

এতে দেখা যায়, বর্ষসেরা ব্যক্তিত্ব বিচারে বিশ্বের অন্য নেতাদের পাশ কাটিয়ে ১৮ শতাংশ পাঠক মোদীকে ভোট দিয়েছেন। ৭ শতাংশ করে ভোট পেয়েছেন ওবামা, ট্রাম্প এবং অ্যাসাঞ্জ। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করা হিলারি ক্লিনটন পেয়েছেন ৪ শতাংশ এবং ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গের নামের পাশে গেছে ২ শতাংশ ভোট।

নরেন্দ্র মোদী ২০১৪ সালেও টাইমের পাঠকদের ভোটে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছিলেন। প্রতিবছর টাইম এ ধরনের সমীক্ষা চালিয়ে থাকে। সমীক্ষা শেষে তারা নিজেদের বিচারে বর্ষসেরা ব্যক্তিত্ব ঘোষণা করে।

চলতি সপ্তাহের শেষে টাইম তাদের এবারের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ ঘোষণা করবে। গত বছর এ সম্মান লাভ করেছিলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।