ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলসের পদত্যাগের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলসের পদত্যাগের ঘোষণা

ফ্রান্স প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগমী বছর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে স্যাসালিস্ট পার্টির পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন বলে জানান।

ঢাকা: ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগমী বছর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে সোস্যালিস্ট পার্টির পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন বলে জানান।

সোমবার (০৫ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্রেকিং নিউজের মাধ্যমে এ খবর জানায়।

তবে কবে নাগদ ম্যানুয়েল ভলস পদত্যাগ করছেন সে বিষয়ে দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

২০১৪ সালের এপ্রিল মাসে ফ্রান্সে আয়কর-সংক্রান্ত কাটছাঁট ও আমলাতান্ত্রিক জটিলতার লাগাম টানার বিষয়ে অর্থনৈতিক পরিকল্পনার ওপর আস্থাভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন ম্যানুয়েল ভলস। এর আগে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।