ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কায়রোয় বোমা বিস্ফোরণে ৬ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
কায়রোয় বোমা বিস্ফোরণে ৬ পুলিশ নিহত ছবি: সংগৃহীত

মিশরের রাজধানী কায়রোয় বোমা বিস্ফোরণে অন্তত ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার বেসামরিক লোক। শুক্রবার (৯ ডিসেম্বর) কায়রোর পিরামিড সংলগ্ন আল হারাম এলাকার একটি মসজিদের কাছে নিরাপত্তা বাহিনীর তল্লাশি কেন্দ্রের পাশে ডাস্টবিনে এ বোমা বিস্ফোরিত হয়।

ঢাকা: মিশরের রাজধানী কায়রোয় বোমা বিস্ফোরণে অন্তত ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার বেসামরিক লোক।

শুক্রবার (৯ ডিসেম্বর) কায়রোর পিরামিড সংলগ্ন আল হারাম এলাকার একটি মসজিদের কাছে নিরাপত্তা বাহিনীর তল্লাশি কেন্দ্রের পাশে ডাস্টবিনে এ বোমা বিস্ফোরিত হয়।

স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, জুম‍ার নামাজের পর ওই মসজিদের পাশে ডাস্টবিনটিতে এ বোমা বিস্ফোরণ ঘটানো হয়। কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণাৎ জানা যায়নি।

তবে, মিশরের পূর্ব দক্ষিণাঞ্চলের সিনাই উপত্যকায় তৎপর রয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। তারা প্রায়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এ ধরনের হামলা চালিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।