ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৯৩ আরোহীর কেউই বেঁচে নেই, জানালো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
৯৩ আরোহীর কেউই বেঁচে নেই, জানালো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

৯৩ জন আরোহী নিয়ে কৃষ্ণসাগরে বিধ্বস্ত রাশিয়ার সামরিক প্লেনের আর কেউই বেঁচে নেই বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়...

ঢাকা: ৯৩ জন আরোহী নিয়ে কৃষ্ণসাগরে বিধ্বস্ত রাশিয়ার সামরিক প্লেনের আর কেউই বেঁচে নেই বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেলে এ তথ্য জানায় তারা।

টুপোলেভ টিইউ-১৫৪ প্লেনটি রাশিয়া থেকে সিরিয়ার দিকে যাচ্ছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই স্থানটি চিহ্নিত করা গেছে।

সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনা বাহিনীর একটি গান-বাজনার দল এবং সাংবাদিকদের বহন করছিল প্লেনটি। তবে উড়ার কিছু সময় পরই নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্লেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা ঘটে।

এদিকে, অভিযানে এখন পর্যন্ত চার মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন:
**
রুশ প্লেন বিধ্বস্তের ঘটনায় ৪ মরদেহ উদ্ধার
** ৯২ আরোহী নিয়ে রুশ সামরিক বিমান বিধ্বস্ত
**  ৯১ আরোহী নিয়ে রাশিয়ান সামরিক বিমান নিখোঁজ

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।