ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে এক শর্তে গাইবেন রেবেকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে এক শর্তে গাইবেন রেবেকা ডোনাল্ড ট্রাম্প ও রেবেকা ফার্গুসন, ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে গান গাইতে আমন্ত্রণ জানানো হয়েছে জনপ্রিয় ব্রিটিশ পপ তারকা রেবেকা ফার্গুসন। সে আমন্ত্রণ সাড়াও দিয়েছেন তিনি।

তবে একটি শর্ত দিয়েছেন রেবেকা।

আর তা হলো- বর্ণবাদের প্রতিবাদে আমেরিকায় ত্রিশের দশকে বিলি হলিডে’র গাওয়া বিখ্যাত গান ‘স্ট্রেনজ ফ্রুট’ গানটি অভিষেক অনুষ্ঠানে তাকে গাইতে দিতে হবে।

বারাক ওবামার অভিষেক অনুষ্ঠানের দৃশ্য, ছবি: সংগৃহীতএর আগে ২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার অভিষেক অনুষ্ঠানে নেচে-গেয়ে মাতিয়েছিলেন বায়ন্স, অ্যারিথা ফ্রাঙ্কলিন, জেমস টেইলর ও অ্যালিসা কিস।

১৯৩০ সালের দিকে ‘স্ট্রেনজ ফ্রুট’ শিরোনামে গানটি রচনা করেন ইহুদি কমিউনিস্ট আবেল মিরোপোল। আমেরিকার দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে বর্ণাবাদে প্রতিবাদে অন্যতম হাতিয়ার ছিলো ‘স্ট্রেনজ ফ্রুট’ কবিতাটি। যা গান হিসেবে সবখানে ছড়িয়ে পড়ে।

শেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ ইস্যুতে বহু বিতর্কের মুখে গানটি কালো তালিকাভুক্ত করা হয়েছিলো। সে অর্থে ‘স্ট্রেনজ ফ্রুট’ গানটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। যে গানে যুক্তরাষ্ট্রে নিপীড়িত-বঞ্চিত কৃষ্ণাঙ্গ মানুষের অধিকারের কথা বলা হয়েছে।

ট্রাম্প ট্রানজিশনের টিম রেবেকা ফার্গুসন ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে গান গাইতে আমন্ত্রণ জানান। সে আমন্ত্রণের জবাবে এক টুইট বার্তায় রেবেকা লেখেন, ‘যদি তোমরা আমাকে ‘স্ট্রেনজ ফ্রুট’ গানটি গাইতে দাও, তবেই আমি সে অনুষ্ঠানে যাবো। ’

এদিকে, মার্কিন নির্বাচনের আগে কৃষ্ণাঙ্গদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। কৃষ্ণাঙ্গবিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে সমালোচিতও হয়েছেন তিনি।

এবার খোদ ট্রাম্পের অনুষ্ঠানে কৃষ্ণাঙ্গদের প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে গান! সেটা কি আদৌও ট্রাম্পের পক্ষে মেনে নেওয়া সম্ভব?

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।