ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে নার্সিং হোমে অগ্নিকাণ্ডে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
চীনে নার্সিং হোমে অগ্নিকাণ্ডে নিহত ৭

ঢাকা: চীনে একটি বেসরকারি নার্সিং হোমে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দেশটির সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।   

স্থানীয় সময় বুধবার (০৪ জানুয়ারি) ভোর ৪টা ১০ মিনিটে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের চোয়াং শহরের একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

 

অগ্নিকাণ্ডের পর উদ্ধারকর্মীরা ১৭ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এতো অল্প সময়ের মধ্যে কিভাবে সাতজন মারা গেলেন তার কারণ খোঁজা হচ্ছে।

২০১৫ সালে হিনান প্রদেশের বয়স্কদের একটি বাড়িতে আগুন লেগে ৩৮ জন নিহত হন। সে সময় প্রেসিডেন্ট শি জিনপিং এ ধরনের দুর্ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।