ঢাকা: অবসরপ্রাপ্ত মার্কিন মহাকাশ বিজ্ঞানী জিন কারন্যান মারা গেছে। সব শেষ চাঁদে হাঁটা এই মানুষটির মৃত্যুকালে বয়স হয়েছিলো ৮২ বছর। নাসা বলছে, এটা একটা অপূরণী ক্ষতি।
দ্বিতীয়বার চাঁদে যাওয়া তিনজনের মধ্যে ক্যাপটেন কারন্যান একজন। ১৯৭২ সালে তিনি চাঁদে তার পায়ের ছাপ রেখে আসেন।
তিনিই সব শেষ নেমেছিলেন চাঁদে। সে সময় তিনি অ্যাপোলো ১৭ মিশনের কমান্ডার ছিলেন। এখন পর্যন্ত মোট ১২ জন চাঁদে হেঁটেছেন, তার মধ্যে ছয়জন জীবিত রয়েছেন। অ্যাপোলো ১৭ মিশনের আগে ১৯৬৬ ও ১৯৬৯ সালে তিনি দু’বার মহাশূন্যে যান।
১৯৭৬ সালে অবসর নেওয়ার পরে তিনি ব্যবসা শুরু করেন। পাশাপাশি মার্কিন একটি চ্যানেলে চুক্তিভিক্তিক কাজ শুরু করেন। ১৯৩৪ সালের ১৪ মার্চ সিকাগোতে জন্মগ্রহণ করেন কারন্যান।
বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।