ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পের পর ইতালিতে তুষার ঝড়, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
ভূমিকম্পের পর ইতালিতে তুষার ঝড়, নিহত ৩০ ইতালিতে তুষার ঝড়, ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিতে কয়েক দফায় ভূমিকম্পের পর এবার তুষার ঝড়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির অ্যাবরুজু অঞ্চলের গ্রান সাসো পাহাড়ি এলাকায় তুষার ঝড়ের ঘটনাটি ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুরে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্রেকিং নিউজের মাধ্যমে এ তথ্য জানায়।

খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার দফায়-দফায় ভূমিকম্পের ঘটনা ঘটে।

এরপর তুষার ঝড়ের আঘাতে স্থানীয় রিগোপিয়ানো হোটেলের ছাদ ধসে নিহত ও হতাহতের ঘটনাটি ঘটে। এ ঘটনার পরপরই সেখানে উদ্ধার তৎপরতা চলে।

তুষার ঝড়ের পর উদ্ধার অভিযান, ছবি: সংগৃহীতউদ্ধারকারীর জানান, ওই হোটেলে কমপক্ষে ২০ জন পর্যটন ও সাত হোটেল স্টাফ অবস্থান করছিলেন।

একই অঞ্চলে গত বছেরের ২৪ আগস্ট ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় ২৯৮ জনের প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭/ আপডেট: ১৪৫০ ঘণ্টা
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।