ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সবজির বাজারে বিস্ফোরণ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
পাকিস্তানে সবজির বাজারে বিস্ফোরণ, নিহত ২০ পাকিস্তানে সবজির বাজারে বিস্ফোরণ, ফাইল ফটো

ঢাকা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সবজির বাজারে বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত মানুষ।

শনিবার (২১ জানুয়ারি) সকালে কুরাম উপজাতি এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

স্থানীয় সরকারি কর্মকর্তা ইকরামুল্লাহ খান জানান, সকালে বিপুল সংখ্যক লোক বাজারে সমবেত ছিলেন।

এমন সময় একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। এ ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা চালায়।

আহতদের পাকিস্তানি সেনা হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এখন পর্যন্ত এ হামলার জন্য কেউ দায় স্বীকার করেনি। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের সীমান্ত এলাকা হওয়ায় পাকিস্তানের কুরাম অঞ্চলে প্রায়ই জঙ্গি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭

টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।