ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে ত্রাণ সহায়তা অর্ধেকে নামাচ্ছে জাতিসংঘ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
ইরাকে ত্রাণ সহায়তা অর্ধেকে নামাচ্ছে জাতিসংঘ

ইরাকে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডাব্লিউএফপি) খাদ্য সহায়তা কমিয়ে আনা হচ্ছে। অর্থ সংকটের ফলে এমন সিদ্ধান্ত বলে জানাচ্ছে সংস্থাটি।

যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের এই দেশে জঙ্গিবাদের কারণে বাস্তুচ্যুত লাখো মানুষকে খাদ্য সহায়তা দিয়ে আসছিল জাতিসংঘ। যার প্রায় ৫০ শতাংশ কর্তন করা হচ্ছে; এতে ১৪ লাখের বেশি মানুষের ওপর প্রভাব পড়বে।

জাতিসংঘ বলছে, মূলত দাতাদের কাছ থেকে সাহায্য পেতে বিলম্বের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডব্লিউএফপির মুখপাত্র ইংগার মারি ভেননিজি জানান, আশা করছি অতি দ্রুতই সাহায্য চলে আসবে। তবে আপাতত এই মাস থেকেই সহায়তা কমিয়ে ফেলা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।