ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানপুরে ভবন ধসে ৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
কানপুরে ভবন ধসে ৫ জনের প্রাণহানি কানপুরে একটি ভবন ধসের সংগৃহীত ছবি

ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি ভবন ধসে অন্তত পাঁচজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপে আটকা পড়েছেন প্রায় ৩০ জন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে দেশটির স্থানীয় সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বুধবার রাতে প্রদেশটির কানপুরে ছয়তলা ভবনে নির্মাণ কাজ চলার সময় ভবনটি ধসে পড়ে।

এ ঘটনার পরপরই সেখানে উদ্ধাকর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। ভবন ধসের ১২ ঘণ্টার মধ্যে তিনবছর বয়সী এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। আটকে পড়াদের উদ্ধার করতে উদ্ধার তৎপরতা চলছে।

পুলিশ জানায়, ভবন ধসের ঘটনায় ভবনটির মালিক স্থানীয় সমাজবাদী পার্টির নেতা মেহতাব আলমের নামে মামলা হয়েছে।

এদিকে কানপুর উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, যথাযথ অনুমতি না নিয়ে ভবন নির্মাণ করা হচ্ছিলো। বেশ কয়েকবার নির্মাণ কাজ বন্ধ করতে নোটিশ দেওয়া হলেও তা মানা হয়নি।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।