সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভিডিও বার্তায় শিশুটির প্রশ্ন ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আলেপ্পো শহরের বাসিন্দা ওই শিশুর নাম বানা আলাবেদ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সিরিয়ান এই শিশু বলেছে, ট্রাম্প আপনি কখনও ২৪ ঘণ্টা না খেয়ে থেকেছেন? সিরিয়ার শিশুরা তো আর জঙ্গি নয়, তাদের কী অপরাধ।
গত মাসে ট্রাম্পকে চিঠি লেখে এই শিশু। সেটিও বেশ সাড়া পড়ে। পরে অবরুদ্ধ আলেপ্পো শহর থেকে পরিবারসহ তাকে উদ্ধার করে তুরস্কে নিয়ে যান তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।
সেই চিঠিতে ছিল, সিরিয়ার শিশুরা আপনারই সন্তানের মতো; তাদেরও শান্তি প্রাপ্য।
সাত বছরের বানা আলাবেদ মা ফাতেমার সাহায্য ছাড়া একা টুইটার ব্যবহার করতে পারে না। বারবার ট্রাম্পকে প্রশ্ন করা হলেও আসছে না কোনো জবাব। হয়ত এবারও আসবে কিনা কে জানে!
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
আইএ