ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে পার্লারে অগ্নিকাণ্ডে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৪, ফেব্রুয়ারি ৬, ২০১৭
চীনে পার্লারে অগ্নিকাণ্ডে নিহত ১৮ ফুট মাসাজ পার্লারে অগ্নিকাণ্ড, ছবি: সংগৃহীত

চীনের ঝিজিয়াং প্রদেশে একটি ফুট মাসাজ পার্লারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৮ জন।

স্থানীয় সময় রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।

এ অগ্নিকাণ্ডের সঙ্গে একব্যক্তির সংশ্ষ্টিতার বিষয় শনাক্ত করেছে স্থানীয় পুলিশ।

তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও পরিষ্কার নয়। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই আট জন এবং আহত ও দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও ১০ জনের মৃত্যু হয়।
 
এ ঘটনার ভিডিও চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়েছে। যেখানে ওই ফুট মাসাজ পার্লার থেকে আগুনের সঙ্গে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। ছয়তলা বিশিষ্ট ভবনের দোতালা থেকে আগুন থেকে বাঁচতে অনেকে লাফিয়ে নিচে পড়েন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
টিআই

 

 

 

 

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ