ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গভর্নরের বিরুদ্ধে জাকার্তায় লক্ষাধিক মুসল্লির সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
গভর্নরের বিরুদ্ধে জাকার্তায় লক্ষাধিক মুসল্লির সমাবেশ লক্ষাধিক মুসল্লির সমাবেশ, ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বর্তমান গভর্নরের বিরুদ্ধে ভোট দিয়ে মুসলিম গভর্নর নির্বাচিত করতে লক্ষাধিক মুসল্লির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) জাকার্তার জাতীয় মসজিদকে কেন্দ্র করে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ধর্মীয় নেতারা জাকার্তার গভর্নর হিসেবে আসন্ন নির্বাচনে মুসলিম প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

সে লক্ষ্যে জাকার্তার রাজপথে শোভাযাত্রা বের করার কথা থাকলেও গভর্নর বাসুকি তাজাহাজা পুর্নামার নির্দেশে পুলিশ তা নিষিদ্ধ করে দেয়। পুর্নামা ‘অহোক’ নামে দেশটিতে বেশি পরিচিত। সমাবেশে মুসলিম ধর্মীয় নেতারা গভর্নর অহোকের কোরআন ও ইসলাম ধর্ম অবমানার বিষয়টি স্মরণ করিয়ে দেন।

আগামী ১৫ ফেব্রুয়ারি (বুধবার) জাকার্তার গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটাই দেশটিতে বড় ধরনের নির্বাচন। আসন্ন নির্বাচনে ‘অহোক’র বিরুদ্ধে দুইজন মুসলিম প্রার্থী লড়াই করবেন।

গত ডিসেম্বরে ইসলাম সম্পর্কে কূটক্তি ও অবমাননার অভিযোগে পুর্নামাকে গ্রেফতারের দাবিতে ফুসে উঠেছিলেন জাকার্তার মুসল্লিরা।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২১০৭
টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।