ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হায়দ্রাবাদে এয়ার কুলার কারখানায় আগুন, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
হায়দ্রাবাদে এয়ার কুলার কারখানায় আগুন, নিহত ৬ সংগৃহীত

ভারতের হায়দ্রাবাদে একটি এয়ার কুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬ জন নিহতের খবর ‍জানা গেছে। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।  

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হায়দ্রাবাদের আতাপুরে ‘এ১ এয়ার-কুলারস’ নামক প্রতিষ্ঠানের কারখানাটিতে আয়রন শিট তৈরি করা হতো।

ভোরে লোকজন ঘুমন্ত অবস্থায় থাকায় প্রাণহানির এ ঘটনা ঘটেছে।

রাজেন্দ্রনগর পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার গাংগি রেড্ডি জানান, প্রাথমিক তদন্তে এয়ার কুলারের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের কারণ বলে ধারণা করা হচ্ছে।

ভেতর থেকে দরজা বন্ধ থাকায় অগ্নিকাণ্ডের পর দ্রুত বের না হতে পেরে ওই ৬ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কারখানাটিতে ঠিক কতোজন শ্রমিক কাজ ছিলেন সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।  

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা সবাই ওড়িষ্যার বাসিন্দা। ঘটনাস্থলে আর কোনো মরদেহ রয়েছি কিনা তা অনুসন্ধানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।