ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস’র হাত থেকে মসুল বিমানবন্দর পুনরুদ্ধার ইরাকি সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আইএস’র হাত থেকে মসুল বিমানবন্দর পুনরুদ্ধার ইরাকি সেনাবাহিনীর বিমানবন্দর উদ্ধারে লড়াই

ঢাকা: আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে ইরাকের মসুল বিমানবন্দর পুনরুদ্ধার করেছে ইরাকি সেনাবাহিনী।বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিবিসি জানায়, চার ঘণ্টা লড়াইয়ের পর ইরাকি সেনাবাহিনী বিমানবন্দরটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়।

ইরাকি সেনাদের আক্রমণের একপর্যায়ে বিমানবন্দর থেকে সরে যেতে বাধ্য হয় আইএস। তারপরও বিমানবন্দরে ইরাকি সেনাদের লক্ষ্য করে মার্টার শেল নিক্ষেপ অব্যাহত রাখে তারা।

 

জানুয়ারি মাসে ইরাকি সেনাবাহিনী মসুলের পূর্বাংশ দখল করে। এরপর পশ্চিমাংশ পুনরায় দখলে নিতে ১৯ ফেব্রুয়ারি আইএসের বিরুদ্ধে লড়াই শরু করেছে ইরাকি বাহিনী।  

এর আগে ইরাকি সেনাবাহিনীর এ অভিযান সম্পর্কে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেন, মসুলের পূর্বাংশ পুনর্দখলের পর মসুলকে পরিপূর্ণ স্বাধীন করতে এ অভিযান চালানো হচ্ছে। এক্ষেত্রে ওই এলাকায় ইরাকি সংগঠনগুলো মানবিক সেবা ও সমর্থন অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭

পিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।