ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেলজিয়ামে আগ্নেয়াস্ত্রসহ ‘বেপরোয়া গাড়িচালক’ আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
বেলজিয়ামে আগ্নেয়াস্ত্রসহ ‘বেপরোয়া গাড়িচালক’ আটক তৎপর বেলজিয়ামের পুলিশ। ছবি: সংগৃহীত

বেলজিয়ামের উত্তরাঞ্চলীয় শহর আন্টওয়ার্পে ‘জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টায়’ সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে জব্দ করা হয়েছে রাইফেল ও ধারালো অস্ত্র।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে ফ্রান্সের নম্বরপ্লেটের গাড়িটি আন্টওয়ার্পের প্রধান শপিংমলের রাস্তা মেইর দিয়ে ‘বেপরোয়া গতিতে’ চালানোর সময় ওই ব্যক্তিকে আটক করা হয়।  

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য।

এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর মেলেনি।  

তবে সংবাদমাধ্যম বলছে, ব্রিটেনের পার্লামেন্টের বাইরে জনতার ওপর গাড়ি চালিয়ে এক পুলিশ সদস্যকে জখম করার ঘটনার পরদিন এমন কাণ্ড বেলজিয়াম পুলিশকেও ভাবাচ্ছে।

আন্টওয়ার্প শহরের পুলিশের মুখপাত্র সাংবাদিকদের জানান, ওই ব্যক্তি বেলা ১১টার দিকে ডে মেইর দিয়ে বেপরোয়া গতিতে ঢুকে পড়ে, যে কারণে পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। তৎক্ষণাৎ সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।