ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমি প্রেসিডেন্ট, তুমি নও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
আমি প্রেসিডেন্ট, তুমি নও ডোনাল্ড ট্রাম্প ও মাইক চেয়ারার, ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক জীবনের বিভিন্ন বিষয় নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন সাপ্তাহিক টাইম ম্যাগাজিনের সঙ্গে। আর সেই সাক্ষাৎকার স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ মার্চ) টাইম ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।

টাইমসের ওয়াশিংটন’র ব্যুরো প্রধান মাইক চেয়ারার ট্রাম্পের সঙ্গে দীর্ঘ আলোচনা মধ্যদিয়ে সাক্ষাৎকারটির নেন।

টাইম ম্যাগাজিনের কাভার পেজ, ছবি: সংগৃহীত

মাইকের চেয়ারারকে উদ্দেশ্য করে নিজের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি আত্মপক্ষ সমর্থন করে ট্রাম্প বলেন, আমি খুব সাবলীল মানুষ।

আমার কার্যক্রম ঠিক আছে। আমার ইতোমধ্যের কাজগুলো দেখো। আমি মনেকরি, আমি খুব খারাপ কিছু করছি না, কারণ আমি প্রেসিডেন্ট, তুমি নও।

সাক্ষাৎকারে ২০১৬ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ট্রাম্পের টেলিফোনে আড়িপাতার বিষয়ে অলোচনা প্রাধান্য পেয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি, গোয়ান্দা সংস্থাগুলোর বিষয়েও কথা হয়।

ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয়ে টাইম ম্যাগাজিনের কাভার পেজে ‘সত্য কি মৃত’ বলে শিরোনাম করা হয়েছে। যা এখন দেশটির আলোচনার কেন্দ্রবিন্দু।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।