ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জিনজিয়াংয়ে লম্বা দাড়ি-বোরকা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
জিনজিয়াংয়ে লম্বা দাড়ি-বোরকা নিষিদ্ধ লম্বা দাড়ি-বোরকা নিষিদ্ধি, ছবি: সংগৃহীত

চরমপন্থী জঙ্গি রুখতে চীনের পশ্চিমাঞ্চলে জিনজিয়াংয়ে পুরুষদের লম্বা দাড়ি রাখা ও নারীদের বোরকা পর নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

একই সঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশন দেখার ক্ষেত্রে অস্বীকৃতি জানানা যাবে না এই মর্মে বিধি-নিষিধ আরোপ করা হয়।
 
এতে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানুষ।

প্রাচীন এ মুসলিম সম্প্রদায় বলছে, এর মাধ্যমে তারা বৈষম্যের শিকার হবে।

সম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে রক্তক্ষয় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ জন্য চীনা সরকার ইসল‍ামি জঙ্গি ও স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে দায়ী করে আসছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।