ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
কলম্বিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১২ কলম্বিয়ায় ভূমিধস/ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। সঠিক পরিসংখ্যান নেই নিখোঁজের।

টানা বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে কাদাপানি ভাসিয়ে নিয়ে গেছে পুটুমায়ো প্রদেশের অসংখ্য বাড়িঘর।

কত মানুষ এখনও নিখোঁজ তার সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না।

দেশটির দায়িত্বশীল একজন সেনা কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় হাসপাতালগুলো চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যানটোস আক্রান্ত এলাকা পরিদর্শন করে বলেছেন, দুর্যোগকালীন জাতীয় জরুরি অবস্থায় সেনা মোতায়েন করা হয়েছে।

মৃতের সংখ্যা বেড়ে ১১২ তে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। এর আগে মৃতের সংখ্যা ৯২ জন বলে জানিয়েছিলো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

**কলম্বিয়ায় ভূমিধসে ৯২ জনের মৃত্যু

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।