ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উ. কোরিয়াকে ‘সামাল’ দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
উ. কোরিয়াকে ‘সামাল’ দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন

উত্তর কোরিয়ার পরমাণু হুমকি প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কেউ সহযোগিতা না করলে ওয়াশিংটন একাই পিয়ংইয়ংয়ের পরমাণু হুমকির পুরোপুরি নিরসন ঘটাবে।

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। সে সাক্ষাৎকারটি অন্যান্য সংবাদমাধ্যমেও প্রচার হচ্ছে।

ট্রাম্প বলেন, চীন যদি উত্তর কোরিয়া ইস্যুর সমাধান না করে, তবে আমরা করবো। আমি এটাই বলছি, এটাই শেষ কথা।

একলা সমাধান করতে গেলে সফল হবেন কিনা এমন প্রশ্ন করা হলে নয়া প্রেসিডেন্ট বলেন, ‘পুরোপুরি’।

চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার সফরের আগে ট্রাম্প উত্তর কোরিয়া ইস্যুতে বেইজিংকে এ বার্তা দিলেন।

তিনি বলেন, উত্তর কোরিয়ার ওপর চীনের অপরিসীম প্রভাব আছে। এখন চীন পিয়ংইয়ংয়ের হুমকির বিষয়ে আমাদের সহযোগিতা করবে কি না তা সিদ্ধান্ত নিক। যদি সহযোগিতা করে তবে সেটা তাদের জন্য বেশ মঙ্গলজনক হবে। আর যদি না করে, তবে সেটা কারও জন্যই ভালো হবে না। ’

এই কথায় প্রশ্ন করা হয়, ট্রাম্প একক কোনো পদক্ষেপের ইঙ্গিত করছেন কিনা- জবাবে প্রেসিডেন্ট বলেন, এটা আমার বলার ‍অপেক্ষা রাখে না।

বেশ ক’সপ্তাহ আগে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিতে তাদের সঙ্গে কাজ করার আগ্রহ দেখালেও সম্প্রতি ট্রাম্প বলেন, পিয়ংইয়ং খুব বাজে ‍আচরণ করছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুদিন ধরে খেলছে। চীনও এ ব্যাপারে অসহযোগিতা করেছে। এবার সরাসরিই তিনি কিম জং-উনের উত্তর কোরিয়াকে সতর্ক করলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।