ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে প্রতি ১০ জনে ১ জনের মৃত্যু হয় ধূমপানে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
বিশ্বে প্রতি ১০ জনে ১ জনের মৃত্যু হয় ধূমপানে প্রতীকী ছবি

গোটা বিশ্বে প্রতি ১০ জনের মৃত্যুর মধ্যে একজনের মৃত্যু হয় ধূমপানের কারণে।আর এ মৃত্যুর অর্ধেক ঘটনাই ঘটে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই চার দেশে।

মেডিকেল জার্নাল দি ল্যানসেট’য়ে সম্প্রতি প্রকাশিত নতু্ন এক গবেষণায় প্রতিবেদনে এ খবর জানানো হয়।

ধূমপান অভ্যাসের ওপর ১৯৫টি দেশ এবং বিভিন্ন অঞ্চলে ১৯৯০ থেকে ২০১৫ সালের ওপর ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিস’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

যদিও কয়েক দশকে তামাক (টোব্যাকো) নিয়ন্ত্রণ নীতি থাকা সত্ত্বেও জনসংখ্যা বৃদ্ধির কারণে ধূমপায়ীদের সংখ্যা বেড়েছে।

এই প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট গবেষকরা বলছেন, টোব্যাকো কোম্পানিগুলোর ব্যাপকভাবে নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে কাজ করায় বিশেষ করে উন্নয়নশীল বিশ্বে ধূমপানজনিত কারণে মৃত্যুর হার বেড়েছে।

গবেষক ড. এমানুয়েলা গাকিডো বলেন, যদিও অর্থ শতাব্দীর বেশি সময় ধরে স্বাস্থ্যের ওপর তামাকের ক্ষতিক্ষর প্রভাব প্রমাণ হয়ে আসছে। তা সত্ত্বেও বিশ্বের প্রতি চার পুরুষের মধ্যে একজন ধূমপান করেন।

প্রতি চার পুরুষের মধ্যে একজন পুরুষ এবং প্রতি ২০ নারীর মধ্যে একজন নারী ধূমপান করেছেন। ২০১৫ সালে বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ প্রতিদিন ধূমপান করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ধূমপানের কারণে মৃত্যুর সংখ্যা ২০১৫ সালে ছিল ৬৪ লাখ। যা ১৯৯০ সালের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ বেশি।

গত ২৫ বছরে ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও ফিলিপাইনে ধূমপান কম‍ানোর ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি বলেও প্রতিবেদনে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।