ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গণভোটে এরদোগানের জয়, বিরোধীপক্ষের আপত্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
গণভোটে এরদোগানের জয়, বিরোধীপক্ষের আপত্তি গণভোটে এরদোগানের জয়

ঢাকা: দিনশেষে জয় হলো তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তায়্যিপ এরদোগানেরই। গণভোটে ৫১.৪১ শতাংশ ভোট নিয়ে জয়ী হয়েছেন তিনি।

ওই সংখ্যক হ্যাঁ ভোটের মাধ্যমে তুরস্কের জনগণ জানালো, তারা এরদোগানের হাত ধরে তার প্রস্তাবিত ‘নতুন তুরস্ক’ চাইছে।  

তবে বিরোধীপক্ষ ভোটে কারচুপি ও অনিয়মের ‍অভিযোগ এনেছে।

তবে তারাও খুব একটা পিছিয়ে ছিলো না, অর্থাৎ না ভোট পড়েছে ৪৮.৫৯ শতাংশ।

প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোর জন্য সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাবের পক্ষে আয়োজিত এ গণভোট শুরু হয়েছে স্থানীয় সময় রোববার (১৬ এপ্রিল) সকাল ৭টা থেকে। এই ভোট শেষ হয় বিকেল ৫টায়।  

এরপর গণনা শেষেই জানিয়ে দেওয়া হলো, ভোট এরদোগানের পক্ষে।

জনগণের সিদ্ধান্ত পক্ষে বাগিয়ে আনতে রাষ্ট্র ব্যবস্থা ও জনসেবা বাড়ানোর অনেক পরিকল্পনার কথা জানিয়েছে এরদোগান। বলছেন, তুরস্কের ‘আভিজাত্য ও ঐতিহ্য’ পুনঃপ্রতিষ্ঠিত করার কথাও। জয়ী হওয়ার পর কতোটা বাস্তবায়ন করেন সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এসএনএস

আরও পড়ুন
** এরদোগানকে ‘হ্যাঁ’ নাকি ‘না’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।