ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে ‘ব্যাংক ডাকাতির’ চেষ্টা, বন্দুকধারী আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
জার্মানিতে ‘ব্যাংক ডাকাতির’ চেষ্টা, বন্দুকধারী আটক জার্মানিতে ‘ব্যাংক ডাকাতির’ চেষ্টা, বন্দুকধারী আটক

জার্মানিতের ওয়াল্ডশটে ব্যাংক ডাকাতির চেষ্টাকালে এক বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। তাকে আহতাবস্থায় নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে সশস্ত্র ওই ডাকাত ব্যাংকটিতে ঢুকে লুটপাটের চেষ্টা চালায়। সেসময় ভেতরে ছিলেন দুই কর্মী।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনী। এসময় হামলাকারী গুলি করতে থাকলে পুলিশও পাল্টা জবাব দেয়। এতে সে আহত হয়। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীর বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। আপাতত তার লক্ষ্য-উদ্দেশ্য ডাকাতি মনে হলেও পুরোপুরি জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।