ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ. কোরিয়ার জলসীমায় মার্কিন সাবমেরিন, বাড়ছে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
দ. কোরিয়ার জলসীমায় মার্কিন সাবমেরিন, বাড়ছে উদ্বেগ দ. কোরিয়ার জলসীমায় মার্কিন সাবমেরিন

পরমাণু সাবমেরিন ইউএসএস মিশিগান দক্ষিণ কোরিয়ার জলসীমায় প্রবেশ করেছে। এটি বন্দরনগরী বুসানে মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের সঙ্গে যোগ দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। 

এদিকে কোরীয় জলসীমায় সাবমেরিন প্রবেশের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে চলমান উত্তেজনা আরো একধাপ বেড়ে গেলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

মঙ্গলবার (২৫ এপ্রিল) উত্তর কোরিয়া দেশটির সেনাবাহিনীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

এরমধ্যেই সাবমেরিনটি কোরীয় জলসীমায় প্রবেশ করলো।  

এদিকে মার্কিন নৌ-বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার আমন্ত্রণে যৌথ মহড়ায় অংশ নিতে সাবমেরিনটি পাঠানো হয়েছে। পরমাণু শক্তি সম্বলিত সাবমেরিনটিতে ১৫৪টি টমাহক ক্রুজ মিসাইল, ৬০ জন বিশেষ অপারেশনের সেনা ও মিনি-সাবসহ অন্যান্য সমরাস্ত্র রয়েছে।

এর আগে কোরীয় উপদ্বীপ ঘেঁষে প্রশান্ত মহাসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের শতাধিক যুদ্ধবিমানবাহী রণতরী ডুবিয়ে দেওয়ার হুমকি দেয় উত্তর কোরিয়া।  

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।