ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামা কেয়ার ইস্যুতে ট্রাম্পের জয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, মে ৪, ২০১৭
ওবামা কেয়ার ইস্যুতে ট্রাম্পের জয় ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস ‘আমেরিকান হেলথ অ্যাক্ট’ নামের একটি স্বতন্ত্র বিলের পক্ষে ভোট দিয়েছে। বিলটি স্বাস্থ্য সেবায় নেওয়া সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ‘অ্যার্ফোডেবল হেলথ কেয়ার অ্যাক্ট’র বা ‘ওবামা কেয়ার’ কর্মসূচির বিকল্প হিসেবে কাজ করবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনাকে ‘ওবামা কেয়ারের মৃত্যু হয়েছে বলে উল্লাস প্রকাশ করলেও ডেমোক্র্যাটরা ২০১৮ সালেই এ জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন।

প্রথম দফার ভোট গ্রহণে গত বছরে ২৪ মার্চ পরাজিত হলেও দ্বিতীয় দফায় জয় পেলো রিপাবলিকানরা।

তীব্র প্রতিযোগিতামূলক ভোটাভুটিতে বিলটি পাস হয় মাত্র ৪ ভোটের ব্যবধানে। ওবামা কেয়ারের বিকল্প নতুন এ বিলের পক্ষে ২১৭টি ও বিপক্ষে ২১৩টি ভোট পড়ে।

এ ঘটনাকে জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ধরনের বিজয় হিসেবে দেখা হচ্ছে। যদিও আর্ন্তজাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, এখন রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বড় ধরনের বিবাদের সূত্রপাত হতে পারে।

২০১০ সালে ২০ মিলিয়ন অস্বচ্ছল আমেরিকানদের স্বাস্থ্যসেবার খরচ মেটাতে সাবেক প্রেসিডেন্ট ওবামা যে সার্বজনিন স্বাস্থ্য বিমা পদ্ধতি বা অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার অ্যাক্ট চালু করেছিলেন, তাকেই ‘ওবামা কেয়ার’ বলে ডাকা হয়। আর নির্বাচনে অংশ নিয়েই প্রচারণায় এটাকে অপচয় হিসেবে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প তা বাতিলের ঘোষণা দেন। শুরু থেকেই রিপাবলিকানরা ওবামার এ উদ্যোগের বিরোধিতা করে আসছিল। কিন্তু তারা বিকল্প কিছু উপস্থাপনেও ব্যর্থ হচ্ছিল।

বাংলাদেশ সময়: ০৪২৭ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আরএম/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।