ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভেনিজুয়েলায় বিক্ষুব্ধ জনতার ওপর সাঁজোয়াযান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, মে ৫, ২০১৭
ভেনিজুয়েলায় বিক্ষুব্ধ জনতার ওপর সাঁজোয়াযান

ঢাকা: ভেনিজুয়েলায় সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর দিয়ে সাঁজোয়াযান উঠিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এতে পেড্রো মাইকেল ইয়ামিন (২২) নামে এক বিক্ষোভকারী আহত হয়েছেন। দেশটির রাজধানী কারাসাসের আলতামিরা ও এর আশপাশের এলাকায় বুধবার এ ঘটনা ঘটে।

দেশটির প্রেসিডেন্ট নিকোলাস বিরোধীরা আলতামিরা ও এর আশপাশের বাণিজ্যিক ও আবাসিক এলাকার ব্যস্ত রাস্তায় বিক্ষোভ করছিলেন। ওই সময় তারা মুখ ঢেকে পাথর নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ করে ব্যাপক নৈরাজ্য সৃষ্টি করছিলেন।



আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যম জানায়, সে সময় পুলিশ গুলি ছুঁড়ে বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করে। সে সময় বিক্ষোভকারীরা গাড়িটি ঘিরে ফেলে। একপর্যায়ে গাড়িটি মুখ ঢাকা পেড্রোর ওপর উঠিয়ে দেয়া হয়। তবে কিছুক্ষণের মধ্যে অন্য আন্দোলনকারীরা তাকে আহতাবস্থায় বের করে আনেন।

অর্থনৈতিক সংকট এবং অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলনে এপ্রিলে দেশটিতে ৩৫ জন নিহত এবং ৭০০ জনের মত আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, মে ০৬, ২০১৭

এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।