ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নৌকাডুবে আড়াইশ শরণার্থীর ‘প্রাণহানি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মে ৯, ২০১৭
ভূমধ্যসাগরে নৌকাডুবে আড়াইশ শরণার্থীর ‘প্রাণহানি’ শরণার্থীবাহী নৌকার ফাইল ছবি

ভূমধ্যসাগরে পৃথক দু’টি নৌকাডুবির ঘটনায় অন্তত আড়াইশ’ শরণার্থী নিখোঁজ রয়েছেন। যাদের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।

ইউএনএইচসিআর’র সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল মেডিকেল করপোরেশন জানায়, রোববার (০৭ মে) লিবিয়া উপকূলে একটি নৌকার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। নৌকাটির ১৬৩ জন শরণার্থী নিখোঁজ রয়েছেন।

তাদের সবার ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়েছে বলে ওই নৌকার বেঁচে যাওয়া এক শরণার্থী জানিয়েছেন।

অপর এক ঘটনায় ৮২ জন নিখোঁজের কথা বলা হয়েছে। তারাও মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ১৩২ জন শরণার্থীবাহী রাবারের নৌকাটি রওনা দেওয়ার কিছু সময় পরই ডুবে যায়। যাদের মধ্যে ৫০ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

সংস্থাটি জানায়, চলতি বছর এখন পর্যন্ত উত্তর আফ্রিকা থেকে ইতালি পাড়ি দেওয়ার সময় ভূমধ্যসাগরে এক হাজার ৩শ’ মানুষের প্রাণহানি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ০৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।