ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়া উপকূলে ‘রহস্যময় প্রাণী’, লাল হচ্ছে পানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মে ১২, ২০১৭
ইন্দোনেশিয়া উপকূলে ‘রহস্যময় প্রাণী’, লাল হচ্ছে পানি ইন্দোনেশিয়া উপকূলে ‘রহস্যময় প্রাণী’

ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার উপকূলে ‘রহস্যময় প্রাণী’ ভেসে আসার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ‘রহস্যময়’ প্রাণীটি ঘিরে কৌতুহল তৈরি হলেও পানির রং লাল হয়ে যাওয়ার ঘটনায় বিষয়টি আলোচনায় আসে।

জানা যায়, দেশটির হুলং বিচে রহস্যময় প্রাণীটির খোঁজ পান স্থানীয় আরুল তুয়ানাকাতে নামে এক বাসিন্দা। প্রাণীটি ঘিরে এলাকাবাসীর মধ্যে কৌতুহল সৃষ্টি হয়।

এর উপস্থিতির কারণে ওই এলাকার পানি লাল রং হয়ে যাওয়ার কথাও বলা হচ্ছে।  

প্রাথমিক প্রাণীটিকে দৈত্যাকার স্কুইড বা নীল তিমি বলে মন্তব্য করেছিলেন চিয়ান ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামের কর্মকর্তা লি কং। যদিও শেষ পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোয় একে ‘রহস্যময় প্রাণী’ বলা হচ্ছে।

১৫ মিটার লম্বা ও ৩৫ টন ওজনের প্রাণীটির রং সাদা-কালো মিশ্রিত।  

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ফিলিপাইনের একটি দ্বীপে ভেসে আসা চুলওয়ালা একটি প্রাণী ঘিরে স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ১২, ২০১৭
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।