ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবান হামলায় ২০ আফগান পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, মে ২১, ২০১৭
তালেবান হামলায় ২০ আফগান পুলিশ নিহত সম্প্রতি জালালাবাদ শহরে বন্দুকধারীর হামলার পর নিরাপত্তা বাহিনীর সতর্কাবস্থান

আফগানিস্তানের দক্ষিণ-মধ্যাঞ্চলে তালেবানদের অতর্কিত মাহলায় পুলিশের ২০ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ কর্মকর্তা। এসময় তালেবানদেরও বেশ কিছু সদস্য হতাহত হয়েছে।

রোববার (২১ মে) জাবুল প্রদেশের শাহ জোই জেলায় এ হামলা চালানো হয় বলে খবর দেওয়া হয়েছে। তালেবানদের হটিয়ে দিতে একযোগে বেশ কিছু জেলায় পুলিশের অভিযান শুরুর পর এ হামলা চালানো হলো।

প্রাদেশিক গভর্নর বিসমিল্লাহ আফগানমাল বলেন, জেলার চিনো ও গুলাম রাবাত এলাকায় অভিযান চলাকালে তালেবানরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এখন পর্যন্ত আমরা ২০ পুলিশ কর্মকর্তা নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পেয়েছি। এই সংখ্যা আরও বাড়তে পারে।

পশ্চিমা সমর্থনপুষ্ট কাবুল সরকারের বিরুদ্ধে ১৬ বছর ধরে লড়াইরত তালেবান বাহিনীর বেশ কিছু সদস্যও পুলিশের প্রতিরোধের মুখে হতাহত হয়েছে বলে জানান গভর্নর।

গভর্নরের মুখপাত্র গুল ইসলাম সেয়াল জানান, এই রক্তক্ষয়ী সংঘাতের পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য পাঠানো হয়েছে।

আফগান সংবাদমাধ্যম বলছে, প্রদেশের শাহ জোই জেলার পাশাপাশি ডাই চোপান জেলায়ও সংঘাতের খবর পাওয়া যাচ্ছিল। তবে সেখানে হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মে ২১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।