ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সবচেয়ে শক্তিশালী রকেট উৎক্ষেপণ করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জুন ৫, ২০১৭
সবচেয়ে শক্তিশালী রকেট উৎক্ষেপণ করলো ভারত সবচেয়ে শক্তিশালী রকেট উৎক্ষেপণ করলো ভারত

তিন দশক গবেষণার পর সবচেয়ে শক্তিশালী রকেট উৎক্ষেপণ করলো ভারত। জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট ‘জিএসএলভি এমকে ৩’ নামে রকেটটির ওজন ৬৪০ টন (৩,১৩৬ কেজি)।  

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সোমবার (০৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ২৮ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশবিজ্ঞান গবেষণাকারী সংস্থা ইসরো।

পৃথিবী থেকে ৩৬ হাজার কিলোমিটার দূরে স্যাটেলাইটটিকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেবে এ রকেট।

প্রায় ১৩তলা ভবনের সমান উচ্চতার রকেটটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ৩০০ কোটি রুপি।  

রকেটটির ওজন ২০০ পূর্ণ বয়স্ক এশিয়ান হাতি বা ৫টি জাম্বো জেটের ওজনের সমান। এর ক্রায়োজেনিক ইঞ্জিন তরল অক্সিজেন ও তরল হাইড্রোজেন দিয়ে চালিত।

এদিকে ‘জিএসএলভি এমকে ৩’ রকেটের সফল উৎক্ষেপণের পর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লেখেন, এর মাধ্যমে পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট সক্ষমতায় আরেকধাপ এগিয়ে গেলো ভারত। জাতি আজ গর্বিত।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।