ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াশিং মেশিনের মতো কাঁপছিল এয়ার এশিয়ার প্লেন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
ওয়াশিং মেশিনের মতো কাঁপছিল এয়ার এশিয়ার প্লেন! প্লেনের ছবি ও ভিডিও সংগৃহীত

ভয়ঙ্কর এক অভিজ্ঞতা হলো এয়ার এশিয়ার একটি ফ্লাইটের যাত্রীদের। কখনো ওয়াশিং মেশিনে না ঢুকলেও ওই ফ্লাইটে তাদের সেরকমই অভিজ্ঞতা নিতে হলো। 

যান্ত্রিক ত্রুটিতে এতো তীব্রভাবে কাঁপতে থাকা প্লেনটি অবশ্য পরে ছেড়ে আসা এয়ারপোর্টেই ফিরে যেতে বাধ্য হয়েছে। রোববার (২৫ জুন) ভোরে ডি৭২৩৭ ফ্লাইটকে এই বিপজ্জনক অবস্থায় পড়তে হয়।

সংবাদমাধ্যমে জানা যায়, অস্ট্রেলিয়ার পার্থ থেকে ভোর ৭টায় কুয়ালালামপুরের উদ্দেশে উড়াল দেয় ফ্লাইটটি। কিছুক্ষণের মধ্যেই যাত্রীরা বুঝতে পারেন প্লেনটি কাঁপছে। একেবারে ওয়াশিং মেশিনে কাপড় ঢুকিয়ে সুইচ অন করলে যেমন কাঁপে।

এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে ফ্লাইটের ক্রু-পাইলটরা বলে-কয়ে তাদের শান্ত করেন। তৎক্ষণাৎ ফ্লাইটটি নিকট দূরত্বের পার্থেই ফিরে যায়।

এয়ার এশিয়া এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও বেশ ক’জন যাত্রী বলেছেন, ফ্লাইটির একটি ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল বিধায় এই অবস্থা তৈরি হয়।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।