ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাগরে মোদি-নিয়াহুর ‘কূটনৈতিক ঢেউ’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
সাগরে মোদি-নিয়াহুর ‘কূটনৈতিক ঢেউ’ সাগরে মোদি-নিয়াহুর ‘কূটনৈতিক ঢেউ’

ঢাকা: সাগরের কাছে গেলেই হয়তো অনেকের মনে পড়ে সেই গানের কলি- ‘সাগরের তীর থেকে, মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো... ভাবি মনে মনে...।’ হৃদয় ছোঁয়া সেই আধুনিক গান তাদের মনে পড়েছে কিনা তা হয় তো মুখ্য নয়!

মুখ্য হয়ে দাঁড়িয়েছে তাদের সৈকত ভ্রমণের খবর! ইসরায়েল সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সৈকতে ঘুরে নির্মল আনন্দ ভাগাভাগি করেছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) ইসরাইলের ওলগা সমুদ্র সৈকতের নির্মল হাওয়ায় ঘুরে বেড়‍ান বন্ধুভাবাপন্ন দুই দেশের প্রধান।



শুধু ঘুরতেই যাননি, এনডিটিভির খবরে জানা যায়, সৈকতের ফেনিল জলে পা ভিজিয়েছেন হাস্যেজ্জল মোদি-নিয়াহু। এ সময় দুই প্রধানমন্ত্রী নিজেদের ট্রাউজার কিছুটা উপরে উঠিয়ে বালুকাময় সৈকতে হেঁটে বেড়ান। সৈকতে দু’জনই খালি পায়ে হেঁটে বেড়ান আর খোশ আলাপে মেতে উঠেন তারা।
সাগরে মোদি-নিয়াহুর ‘কূটনৈতিক ঢেউ’
বেড়ানোর পাশাপাশি সৈকতে পানি লবণমুক্ত করার একটি প্রকল্পও দুই দেশের প্রধানমন্ত্রী ঘুরে দেখেন।

এর আগে সকালে প্রথম বিশ্বযুদ্ধে হাইফা শহর মুক্ত করার সময় যে ৪৪ জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন, সেই সৈন্যদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মোদি।

ইসরাইল সফরের শেষ দিনে এ সমুদ্র ভ্রমণ করলেন মোদি। ভারতের ইতিহাসে দেশটির কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম ইসরাইল সফর।

আর এ সফরের ফলে দীর্ঘদিনের পুর‍ানো দুই মিত্র দেশের সখ্যতা আরও দৃঢ় হয়েছে বলেই মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

আর সফরের শেষ দিনে ওলগা সৈকতে কি সে কূটনীতির ঢেউ-ই বিশ্বকে দেখালেন মোদি-নিয়াহু?

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
জিওয়াই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।