ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিসে ভূমিকম্পে নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
গ্রিসে ভূমিকম্পে নিহত ২

গ্রিসের কস দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত অন্তত ১২০ জন।

শুক্রবার (২১ জুলাই) ভোরে তুরস্ক ও গ্রিস এলাকায় ৬ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের উপকূলবর্তী মারমারিস শহর ছিল এ ভূ-কম্পনের উত্তপত্তিস্থল।

 

পর্যটন রিসোর্ট কস শহরের মেয়র জর্জ কাইরিটসিস ভূমিকম্পে প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, একটি ক্ষতিগ্রস্ত ভবন থেকে আহত তিন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।  

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৬ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প তুরস্কের দক্ষিণ-পশ্চিমের উপকূলবর্তী মারমারিস শহর থেকে উৎপত্তি লাভ করে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
জিওয়াই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।