ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার রাশিয়ায় ছুরিকাঘাতে আহত ৮, হামলাকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এবার রাশিয়ায় ছুরিকাঘাতে আহত ৮, হামলাকারী নিহত ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা

এবার রাশিয়ার মধ্যাঞ্চলের এক শহরে ছুরিকাঘাতে অন্তত আটজন আহত হয়েছে। তবে পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী।

শনিবার (১৯ আগস্ট) স্থানীয় সময় বেলা সোয়া ১১টার দিকে ইরতাইশ নদী তীরের সাইবেরিয়ান শহর সুরগুতে এই হামলা হয়।  

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিয়া নভোস্তি জানিয়েছে, আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার বিবরণে রিয়া নভোস্তি জানায়, ওই হামলাকারী শহরের একটি জনচলাচল পথ দিয়ে যাওয়ার সময় নির্বিচারে ছুরিকাঘাত করতে থাকে। এসময় পাশেই দায়িত্বরত পুলিশ তাকে গুলি করে।

গত শুক্রবারই (১৮ আগস্ট) ফিনল্যান্ডের তুর্কু শহরে ছুরিকাঘাতে দু’জন নিহত ও ছয়জন আহত হয়। ওই ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে জানাচ্ছে স্থানীয় পুলিশ।

তবে রাজধানী মস্কো থেকে ২১০০ কিলোমিটার পূর্বে সাইবেরিয়ার খান্তি-মানসিস্ক এলাকার সাড়ে ৩ লাখ নাগরিকের শহর সুরগুতের এই ঘটনা ‘সন্ত্রাসী হামলা’ ছিল কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।