ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হাসতে হাসতে মরেই গেলেন শিক্ষিকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
হাসতে হাসতে মরেই গেলেন শিক্ষিকা প্রতীকী ছবি

মেক্সিকোতে ছুটি কাটাচ্ছিলেন এক বান্ধবীর বাড়িতে। সেদিন আড্ডায় বসেছিলেন ছাদে। জমে উঠেছিল গল্প। এক পর্যায়ে হাসি-ঠাট্টা শুরু হলো। সে কী তুমুল হাসি!

কিন্তু হাসতে হাসতে এতোটাই অসচেতন হয়ে পড়লেন যে, ছাদ থেকে পড়েই মারা গেলেন যুক্তরাষ্ট্রের ৫০ বছর বয়সী এক শিক্ষিকা।

গত সপ্তাহের ঘটনাটি শনিবার (১৯ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যমে এসেছে।

হতভাগ্য ওই শিক্ষিকার নাম শ্যারন রেজোলি সিফেরনো। তিনি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের চার্লস অ্যা হস্টন মিডল স্কুলের শিক্ষিকা ছিলেন।

সংবাদমাধ্যম জানায়, মেক্সিকোতে মেয়েকে নিয়ে বান্ধবীর বাসায় গ্রীষ্মের ছুটি কাটাতে গিয়েছিলেন শ্যারন। গত সপ্তাহের সোমবার ছাদে বসে গল্প করছিলেন। এক পর্যায়ে হাসতে হাসতে অসতর্কতাবশত তিনি পেছন দিকে পিঠে ঠেস দিতে যান। কিন্তু তখনই ভারসাম্য হারিয়ে ছাদ থেকে পড়ে যান।

এতে মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান শ্যারন। হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে ভবনগুলোতে ছাদের চারপাশে ডেক (পাটাতন) থাকলেও মেক্সিকোয় ভবন নির্মাণে এ ধরনের কোনো নিয়ম ধরা-বাঁধা নেই। যে কারণে প্রায়ই দেশটির ভবনগুলোর ছাদে ডেক দেখা যায় না। দুই সন্তানের মা শ্যারনের বান্ধবীর বাড়িটির ছাদেও কোনো পাটাতন ছিল না বিধায় এই দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।