ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পরমাণু সহযোগিতা চুক্তি আলোচনায় জাপান ও ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০
পরমাণু সহযোগিতা চুক্তি আলোচনায় জাপান ও ভারত

জাপান: জাপান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা করেছেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী কাতসুয়া ওকাদা ও ভারতের পররাষ্টমন্ত্রী এসএম কৃষ্ণ ওই আলোচনায় অংশ নেন।



জাপানের পররাষ্ট্রমন্ত্রী কাতসুয়া ওকাদা বলেন, এ বিষয়ে আলোচনা শুরুর বিষয়টি এ পর্যন্ত নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।

তবে ভারত পারমাণবিক পরীক্ষা চালালে জাপান এ সিদ্ধান্ত থেকে সরে আসবে। দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

এদিকে ভারত পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করেনি বলে এ ধরনের চুক্তিতে স্বাক্ষর করতে জাপান দ্বিধাগ্রস্ত ছিলো।

তবে দুদিনের সফরে ওকাদা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণার সঙ্গে আলোচনা করেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

আগামী মাসে দু’দেশের মধ্যে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি বিষয়ক দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ভারতে ষষ্ঠ বৃহৎ বিনিয়োগকারী দেশ জাপান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে গত বছর দেশ দুটি ১২০ কোটি ডলারের বাণিজ্য করেছে।

১৯৭৪ সালে ভারত প্রথম পামাণবিক পরীক্ষা চালায়। তারা পরমাণু নিরস্ত্রকরণ চুক্তিতে স্বাক্ষর করেনি। যদিও ২০০৮ তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছে।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।