ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সু চি কি সুখী?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
সু চি কি সুখী? অং সান সু চি

অং সান সু চি মিয়ানমারের জনপ্রিয়-জনপ্রতিনিধি হিসেবে যার জনপ্রিয়তা ছিল বিশ্বব্যাপী। এসবই আজ ইতিহাস হতে চলেছে রোহিঙ্গাদের নিজ দেশে হত্যা-ধর্ষণ-দেশ ত্যাগে বাধ্য করায়। দাবি উঠছে সু চি’র শান্তির নোবেল ফিরিয়ে নেয়ার।

পুরো বিশ্ব যখন সোচ্চার-মানবতার জন্য লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে বাংলাদেশ, পাশে দাঁড়িয়েছে সরকারসহ দেশের সাধারণ মানুষ। তখনও নিজ দেশের এই হত্যাযজ্ঞ থামাতে কোনো ধরনের উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না অং সান সু চি কে।

তার এই নিরবতা মেনে নিতে পারছেননা তার ভেরিফায়েড ফেসবুকের বিশ লাখ ফলোয়ারও।  

যদিও সু চি’র ফেসবুক ওয়ালে রোহিঙ্গা ইস্যুটি একেবারেই অনুপস্থিত, তার বদলে শোভা পাচ্ছে নানা অনুষ্ঠানের জমকালো সব ছবি। কিন্তু তার কাভার ফটোতে প্রায় ১৯ হাজার মন্তব্য করেছে নানা দেশের মানুষ। তারা সু চি’র সমালোচনা করছেন খুনি আখ্যা দিয়ে।

করিম হামিদ লিখেছেন, আপনি এতদিন আমার পছন্দের তালিকায় ছিলেন। এখন চলে গেছেন অপছন্দের তালিকায়। রোহিঙ্গাদের প্রান্তিক অবস্থানে নিয়ে যাচ্ছেন? আপনি মানুষ নামের কলঙ্ক।
অং সান সু চি
তানবির আলম মন্তব্য করেছেন, মুসলিম গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে এই খুনির বিচারের দাবি তোলা হোক। অসংখ্য নারী এবং শিশু হত্যাকারী এই অং সান সু চি। মানবতার ঘৃণিত শত্রু এই নারী। তার পৈশাচিকতা সভ্য পৃথিবীর জন্য লজ্জা।

রোসালিন্ড রবিনসন নামে একজন লিখেছেন, সু চি তুমি শান্তিতে নোবেল জয়ী হয়ে গণহত্যাকে সমর্থন করছো! এটা লজ্জার। রোহিঙ্গারা কয়েকশো বছর ধরে মিয়ারমারের নাগরিক। তোমার তাদের পাশে দাঁড়ানো উচিৎ।  

এদিকে জামার্নির নাগরিক গেসি বলেন, আমরা ইউরোপীয়রা বার্মার(মিয়ানমার) সঙ্গে সব ধরনের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করবো। একটি দেশে এভাবে গণহত্যা চলতে পারে না।  

গুজরাট সিধু হিটলারের সঙ্গে তুলনা করে লিখেছেন, হিটলার নিশ্চয় দুঃখ করছেন, তার মৃত্যুর পরে সু চি-কে নোবেল দেওয়া হলো, বেঁচে থাকলে হিটলারকেও দেওয়া হতো।  

মন্তব্যকারীদের অনেকেই জানতে চাইছেন, যখন নিজের ফেসবুক ওয়ালে এমনই হাজার হাজার মন্তব্য রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার, গণহত্যা বন্ধ করার, তখন সু চি’র এই নিরবতাও কি সুখী করতে পারছে তাকে?

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।