ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গর্বা নাচ দেখার অপরাধে দলিত তরুণকে হত্যা গুজরাটে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
গর্বা নাচ দেখার অপরাধে দলিত তরুণকে হত্যা গুজরাটে বর্ণবাদী হিন্দুদের পিটুনিতে নিহত দলিত তরুণ জয়েশ সোলাঙ্কি ; ছবি-সংগৃহীত

ঢাকা: ভারতের গুজরাট রাজ্যে ধর্মীয় উৎসব দশেরা উপলক্ষ্যে আয়োজিত ‘গর্বা নাচ’ দেখার অপরাধে ২১ বছর বয়সী এক দলিত সম্প্রদায়ের তরুণকে পিটিয়ে হত্যা করেছে উচ্চবর্ণের হিন্দু সন্ত্রাসীরা।

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য হিসেবে পরিচিত গুজরাটে প্রায়ই উচ্চবর্ণের চরমপন্থি হিন্দুদের হাতে দলিতদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

গত সপ্তাহেও একই রাজ্যে মোচ রাখার অপরাধে দলিত হিন্দু সম্প্রদায়ের কয়েকজনকে পেটায় উচ্চবর্ণের হিন্দু চরমপন্থিরা।

আইনগতভাবে নিরাপত্তা দেয়ার বিধান থাকলেও ভারতে উচ্চ বর্ণের হিন্দুদের হাতে প্রায়ই লাঞ্জনা ও বৈষম্যের শিকার হয় নিম্নবর্ণের হিন্দু হিসেবে পরিচিত এই দলিতরা। ভারতে প্রায় ২০ কোটি দলিত সম্প্রদায়ের মানুষের বাস।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, জয়েশ সোলাঙ্কি নামের ওই যুবক আরও কয়েকজন আত্মীয়ের সঙ্গে দশেরা উপলক্ষ্যে আয়োজিত ঐতিহ্যবাহী গর্বা নাচ দেখতে গিয়েছিলো।

জয়েশের চাচাতো ভাই প্রকাশ জানায়, তারা যখন নাচ দেখছিলো, এ সময় একজন এসে তাদের ‘একজন দলিত হয়ে কোন সাহসে তারা এখানে এসেছে’, বলে প্রশ্ন করে। এক পর্যায়ে ওই ব্যক্তি ফিরে গিয়ে আরও সাত আটজনকে ডেকে নিয়ে এসে তাদের মারধর শুরু করে। এক পর্যায়ের জয়েশের মাথা একটি দেয়ালের সঙ্গে ঠুকে দেয় সন্ত্রাসীরা। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জয়েশকে মৃত ঘোষণা করেন।

এদিকে এই ঘটনার পর জয়েশের পরিবারের নিরাপত্তা বৃদ্ধি করেছে পুলিশ। সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করায় ক্ষুব্ধ হয়ে তারা হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জয়েশের পরিবার।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।