ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিউনিখে হামলার সন্দেহভাজন আটক 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
মিউনিখে হামলার সন্দেহভাজন আটক  ছবি: সংগৃহীত

ঢাকা: জার্মানির মিউনিখ শহরে হামলায় ছুরিকাঘাতে আহতের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। 

স্থানীয় সময় শনিবার (২১ অক্টোবর) দুপুরে ওই ব্যক্তিকে আটক করা হয়।  

এর আগে সকালে মিউনিখ শহরের সিটি সেন্টারের কাছে রশেনহেইমার প্ল্যাটজ স্টেশনের ওই ঘটনায় ছয়জনের মতো আহত হয়।

 

খবরে বলা হয়, ঘটনার পরপরই অভিযুক্তকে ধরতে অনুসন্ধানে নামে পুলিশ। মিউনিখ পুলিশ প্রধান বলছেন, হামলার সঙ্গে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বিষয়ের যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুন>>
** 
মিউনিখে ছুরিকাঘাতে বেশ কয়েকজন আহত

মিউনিখ পুলিশের মুখপাত্র মার্কাজ দ্য গ্লোরিয়া মার্টিনস বলেন, আমরা সন্দেহভাজন একজনকে আটক করেছি। তবে এখনও নিশ্চিত নই যে ওই ব্যক্তিই এ ঘটনা ঘটিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।