ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
ভারতীয় ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান সেই ড্রোনটি, ছবি: টুইট

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা অনুপ্রবেশকারী একটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

সেনাবাহিনীর মুখপাত্র লে. জেনারেল আসিফ গফুর টুইট করে জানান, শুক্রবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের আকাশে গোয়েন্দা তৎপরতা চালানোর সময় ভারতীয় চালকবিহীন বিমানটিকে ভূপাতিত করা হয়।

তিনি আরও দাবি করেন, পাকিস্তানের সেনাবাহিনী ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধার করেছে।

 

ভারত অবশ্য তাদের এমন দাবির ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি।

কাশ্মীরের একাংশ ভারত এবং একাংশ পাকিস্তান নিয়ন্ত্রণ করছে। দুই দেশের মধ্যে এটি দ্বন্দ্বের অঞ্চল।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।