ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌর জগতের সৃষ্টি আরও ২০ লাখ বছর আগে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০
সৌর জগতের সৃষ্টি আরও ২০ লাখ বছর আগে

প্যারিস: সৌর জগতের বয়স এ পর্যন্ত যা ভাবা হতো তার চেয়েও ২০ লাখ বছর বেশি বলে বিজ্ঞানীরা দাবি করেছেন। রোববার ন্যাচার জিও সায়েন্স নামের একটি জার্নালে এ তথ্য প্রকাশিত হয়েছে।



২০০৪ সালে মরোক্কোর মরুভূমিতে পাওয়া ১ দশমিক ৪৯ কেজির বিশেষ উল্কাখণ্ড। সুর্যের জন্মের পর সেটাই সবচেয়ে পুরোনো কঠিন পদার্থ। এটা থেকেই পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বিজ্ঞানীরা।

৪৪৫ দশমিক ৬৮২ কোটি বছর প্রাচীন ওই উল্কাখণ্ডটি বিজ্ঞানীদের পাওয়া সবচেয়ে পুরনো কঠিন পদার্থ।

গবেষণাটির লেখক দুই জন। তাঁরা হলেন, স্টেট ইউনিভার্সিটির অড্রে বুভিয়ের ও মীনাক্ষি ওয়াদ্ধা। তাঁরা বিশ্ববিদ্যালয়ের উল্কাপিণ্ড গবেষণা কেন্দ্রের হয়ে কাজ করেছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।