ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা হামলায় ২ ন্যাটো সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

কাবুল: আফগানিস্তানে সোমবার পৃথক বোমা হামলার ঘটনায় দু’জন ন্যাটো সেনা নিহত হয়েছেন। এদের একজন যুক্তরাষ্ট্রের নাগরিক।

আরেকটি হামলায় চার জন মার্কিন সেনা নিহত হওয়ার পর দিনই এই ঘটনা ঘটলো।

ন্যাটোর আন্তর্জাতিক প্রতিরা সহায়তা বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয়েছে। এর বেশি কিছু ওই বিবৃতিতে জানানো হয়নি।

আফগানিস্তানে ন্যাটোর এক লাখ ৪১ হাজার সেনা তালেবানের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। কয়েক সপ্তাহর মধ্যে এ সংখ্যাটা আরও বাড়বে।

উল্লেখ্য, চলতি বছর আফগানিস্তানে জঙ্গিদের হামলায় ৪৫৩ জন ন্যাটো সেনা নিহত হয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭১১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।