ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রানওয়েতে মুখ থুবড়ে পড়লো প্লেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
রানওয়েতে মুখ থুবড়ে পড়লো প্লেন রানওয়েতে মুখ থুবড়ে পড়া প্লেন।

ঢাকা: বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেলো নেপালি এয়ারলাইন্স করপোরেশন (এনএসি) এর একটি এয়ারক্র্যাফট। ভৈরহাওয়া এয়ারপোর্ট থেকে উড্ডয়নকালে নেপালের রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসটির ওই এয়ারক্র্যাফটের পেছনের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা বিস্ফোরিত হয়। এরপরপরই এয়ারক্র্যাফটি রানওয়েতে মুখ থুবড়ে পড়ে।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে কাঠমান্ডু থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিমের ভারত সীমান্তবর্তী শহর ভৈরহাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানটি বৌদ্ধ ধর্মের জনক গৌতম বুদ্ধ এর জন্ম স্থান লুম্বিনী থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে।

ভৈরহাওয়া থেকে প্লেনটির কাঠমান্ডুতে ফেরার কথা ছিলো। কিন্তু রানওয়েতে মুখ থুবড়ে পরার পর গোটা এয়ারপোর্টই বন্ধ ঘোষণা করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, রানওয়ে থেকে প্লেনটি সরানোর তোড়জোড় চলছিলো।

এয়ারলাইনন্স এর পক্ষে জানানো হয়েছে, কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।