ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বরখাস্তের চারদিনের মাথায় লেবার মন্ত্রীর রহস্যজনক মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
বরখাস্তের চারদিনের মাথায় লেবার মন্ত্রীর রহস্যজনক মৃত্যু কার্ল সার্জিয়ান্ট (ফাইল ছবি)

সদ্য বরখাস্ত ওয়েলস লেবার পার্টির নেতা কার্ল সার্জিয়ান্টের রহস্যজনক মৃত্যু হয়েছে।

যুক্তরাজ্যের স্থানীয় সময় মঙ্গলবার (০৭ নভেম্বর) নিজ বাসা থেকে ৪৯ বছর বয়সী এই রাজনীতিবিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগ ওঠায় গত শুক্রবার পদ হারান কার্ল। কমিউনিটি ও শিশুবিষয়ক কেবিনেট সচিব পদের দায়িত্বে ছিলেন তিনি। শুরু হয় বিশদ তদন্ত। যদিও অভিযোগ মেনে না নিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার কথা বলেছিলেন লেবার মন্ত্রী।

তিনি বিবাহিত ছিলেন এবং তার দুই সন্তান রয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, যে বন্ধন আমাদের এক করে রেখেছিল, তা হারিয়ে আমরা বাকরুদ্ধ।

লেবার পার্টির প্রধান নেতা জেরেমি করবিন বলেছেন, এটি গভীর দুঃসংবাদ।

বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।