ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মাওবাদী নেতা প্রচন্দ’র ছেলের রহস্যজনক মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
মাওবাদী নেতা প্রচন্দ’র ছেলের রহস্যজনক মৃত্যু ছেলের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে এসেছেন প্রচন্দ।

ঢাকা: নেপালের মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল প্রচন্দ’র ছেলে প্রকাশ দাহাল আর নেই। রোববার ভোরে থাপাথলির নরভিক হাসপাতালে তার মৃত্যু হয়। দেশটির জাতীয় নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে দেশটির অন্যতম বৃহৎ রাজনৈতিক দল কমি‌উনিস্ট পার্টি অব নেপাল-মওবাদী কেন্দ্র (সিপিএন-এমসি)প্রধান প্রচন্দ’র ছেলের এই অকাল মৃত্যুর ঘটনা ঘটলো।

মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। তবে হাসপতাল সূত্র জানিয়েছে, ভোর ৫টা ৫০ মিনিটে যখন প্রকাশকে হাসপাতালে আনা হয় তখন তার শরীর শীতল ছিলো।

এর মাত্র ৯ মিনিট পর ভোর ৫টা ৫৯ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার সময়ে ঝাপা এলাকার বিরতামুডে ছিলেন প্রচন্দ। সেখানে তিনি আসন্ন নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছিলেন। ছেলের মৃত্যুর খবর শুনে চপারযোগে দ্রুত নরভিক হাসপাতালে চলে আসেন তিনি।  

প্রকাশ দাহালের অকাল মৃত্যুতে সিপিএন-ইউএমএল প্রধান কেপি শর্মা অলিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।