ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মরক্কোতে ত্রাণের খাবার নিয়ে কাড়াকাড়িতে ১৫ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
মরক্কোতে ত্রাণের খাবার নিয়ে কাড়াকাড়িতে ১৫ জনের মৃত্যু

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে ত্রাণ বিতরণের সময় পদদলিত হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন পাঁচজন, যাদের অবস্থা গুরুতর। এছাড়া খানিক আহতের সংখ্যা ৪০ জনের মতো বলে দেশটির সংবাদমাধ্যম জানাচ্ছে।

রোববার (১৯ নভেম্বর) খাবার নিয়ে কাড়াকাড়ির এ ঘটনা ঘটে। দেশটির দক্ষিণ-পশ্চিমের শহর কাসাব্লাংকা থেকে ঘটনাস্থল ১৫০ কিলোমিটার দূরের এক গ্রাম। তবে কোন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বা কী জন্য ত্রাণ দেওয়া হচ্ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মরোক্কোর রাজধানীর রাবাত। দেশটি আটলান্টিক মহাসাগরের তীরবর্তী এবং উত্তরে ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালী পর্যন্ত বিস্তৃত। মরোক্কোর পূর্বে আলজেরিয়া, উত্তরে ভূমধ্যসাগর ও স্পেন এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর। দক্ষিণ দিকের সীমানাটি বিতর্কিত, মরোক্কো পশ্চিম সাহারা এলাকার মালিকানা দাবি করে এবং ১৯৭৫ সাল থেকে ওই অঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে।

তাদের রয়েছে সাংবিধানিক রাজতন্ত্র। তারাই একমাত্র আফ্রিকান রাষ্ট্র, যারা আফ্রিকান ইউনিয়নের সদস্য নয়। তবে আরব লীগ, ওআইসিসহ মুসলিম নানা জোটের সদস্য।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।