আহত আছেন অন্তত ৩৭ জন বেসামরিক মানুষ।
শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
দেশটির সংবাদমাধ্যম বলছে, কয়েকজন জঙ্গি সদস্য সেখানে ঢুকে পড়েন। তারা অতর্কিত গুলি চালান। বোরকা পরে তারা ঢুকেছিলেন। পরে পুলিশের গুলিতে তাদের তিনজনের মৃত্যু হয়।
এছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী, পুলিশ ও ভিনদেশি রয়েছেন।
উত্তর-পশ্চিম পেশোয়ারের পুলিশপ্রধান তাহির খান জানান, হামলার পরপর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ ক্যাম্পাস ঘিরে ফেলেন। তাদের সঙ্গে হামলাকারীদের বন্দুকযুদ্ধ হয়। এ সময় একটি বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।
পেশোয়ারে কৃষি ইনস্টিটিউটে জঙ্গি হামলা, নিহত ৪
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
আইএ