ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে হত্যা পরিকল্পনার অভিযোগে আটক ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
যুক্তরাজ্যে হত্যা পরিকল্পনার অভিযোগে আটক ১

ঢাকা: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে-কে হত্যার পরিকল্পনার অভিযোগে নাইমুর জাকারিয়া রহমান (২০) নামের বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবককে আটক করেছে সে দেশের পুলিশ।

বুধবার (৬ ডিসেম্বর) তাকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। আদালতে তিনি নিজেকে ‘বাংলাদেশি-ব্রিটিশ’ বলে পরিচয় দেন।

জাকারিয়া আত্মঘাতী বোমা ফাটিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

একইসঙ্গে মোহাম্মদ আকিব ইমরানকেও (২১) ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

ইমরান নিজেকে ‘পাকিস্তানি-ব্রিটিশ’ বলে পরিচয় দেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়ানোর অভিযোগ আনা হয়েছে।
আদালত দুজনকে রিমান্ডের অনুমোদন দিয়েছে।

পুলিশের দাবি, তাঁরা প্রধানমন্ত্রী থেরেসা মে-কে হত্যার সক্রিয় পরিকল্পনা নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছে।
২৮ নভেম্বর নাইমুল জাকারিয়া রহমানকে লন্ডন থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে এক ধরনের বিস্ফোরক (আইডিএস) উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের। জাকারিয়া দক্ষিণ লন্ডনের বাসিন্দা। তাকে আটকের ৯০ মিনিট পরেই লন্ডন থেকে প্রায় দেড়শ’ মাইল দূরের বার্মিংহাম শহর থেকে মোহাম্মদ আকিব ইমরানকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, ০৬ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।